ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে কপোতাক্ষের বেড়িবাঁধে ভাঙন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
আশাশুনিতে কপোতাক্ষের বেড়িবাঁধে ভাঙন ঘটনাস্থলে কথা বলছেন ইউপি চেয়ারম্যান, ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে ইউনিয়নের চাকলা গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক ছোট-বড় মৎস্য ঘের। 

শুক্রবার (২৩ নভেম্বর) দিনগত মধ্যরাতে প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের হাইল চরের একশ' হাত বেড়িঁবাধ ভেঙে এ ক্ষয়ক্ষতি হয়।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বাংলানিউজকে জানান, চাকলা বেড়িবাঁধটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল।

পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। শুক্রবার রাতে প্রবল জোয়ারের চাপে বাঁধটি ভেঙে যায়। নদীর পানি প্রবেশ করে চাকলা গ্রামের নিম্নাংশ প্লাবিত হয়েছে। এতে অনেক ঘের ভেসে গেছে।

তিনি আরও জানান, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও প্রবল জোয়ারের চাপে সেটি সম্ভব হচ্ছে না। দ্রুত বাঁধটি সংস্কার না হলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হবে।

এদিকে খবর দেওয়া হলেও এখনো পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেনি বলে অভিযোগ করে এলাকাবাসী।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, ঘটনাটি জানার পর আমি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। একইসঙ্গে পানি উন্নয়ন বোর্ডকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।