ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে অভিযানে জুয়ারিসহ আটক ৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
ময়মনসিংহে অভিযানে জুয়ারিসহ আটক ৭ .

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ছয় জুয়ারি ও  হেরোইনসহ এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (২৪ নভেম্বর) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জুয়ারি সজিব মিয়া (৩০), নাছির উদ্দিন (২৯), সমর আলী (৫৫), মুরাদ মিয়া (২৬), সোহরাব উদ্দিন (৩৫), রবিন মিয়াকে (১৯) ও মাদকবিক্রেতা আসাদুল ইসলাম উরফে ডন (৩০)।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, শহরের ব্রিজ মোড় সংলগ্ন দুলদুল ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ৮২০ টাকাসহ ওই ছয় জুয়ারি ও ত্রিশাল উপজেলার রাম নারায়ণপুর এলাকা থেকে পাঁচ গ্রাম হেরোইনসহ ওই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।