ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
ডোমারে গ্রেফতার ৫

নীলফামারী: নীলফামারীর ডোমারে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মাদক ও জুয়া মামলার পলাতক পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- ডোমার উপজেলার বড় রাউতা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে অর্থঋণ আদালতে সাজাপ্রাপ্ত আব্দুল আজিজ (৫০), মাদক মামলার পলাতক আসামি ছোট রাউতা সবুজপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে আব্দুল হক (৪৫), একই গ্রামের তোতা মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৮) এবং জুয়া মামলার পলাতক আসামি গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি এলাকার ইসমাইল হোসেনের ছেলে সবুজ মিয়া (৪০) ও একই এলাকার আজগর আলীর ছেলে বিটুল (২৫)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী ব্যাপারী বাংলানিউজকে বলেন, দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।