ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমল মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার একটি বিদ্যুৎ লাইন সম্প্রসারণের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমল মিয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার মেহেরগ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিদ্যুৎকর্মী হিসেবে কাজ করতেন।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব বাংলানিউজকে জানান, শনিবার বিকেলে বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কমল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।