ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কলেজ ছাত্রীকে নির্যাতন, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
কলেজ ছাত্রীকে নির্যাতন, আটক ২

বরিশাল: বরিশালের গৌরনদীতে ডিগ্রি পড়ুয়া এক কলেজ ছাত্রীকে আটকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ নভেম্বর) বিকেলে গৌরনদীর টরকি এলাকায় নির্যাতনের শিকার হন ওই ছাত্রী।

মুমূর্ষু অবস্থায় শনিবার দিবাগত রাতে ওই ছাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রাতেই নির্যাতনকারী যুবক শান্ত ও তার কথিত বান্ধবী সীমা ঢালীকে আটক করেছে থানা পুলিশ।

আটক শান্ত আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া এলাকার জীবন গুপ্তের ছেলে এবং সীমা ঢালী গোপালগঞ্জের কোটালিপাড়ার বাসিন্দা হলেও টরকিতে বসবাস করেন বলে জানা গেছে

ছাত্রীর বরাত দিয়ে স্বজন ও পুলিশ জানায়, শনিবার বিকেলে কৌশলে শান্ত গেরৗনদীর টরকিতে তার কথিত বান্ধবীর বাসায় নিয়ে যায় নির্যাতনের শিকার কলেজ ছাত্রীকে।  

এরপর সেখানে জোরপূর্বক কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন শান্ত। এতে ব্যর্থ হয়ে ছাত্রীকে মারধর করে গুরুতর জখম করেন।

পরে কলেজ ছাত্রীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকরা উন্নত  চিকিৎসার জন্য তাকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ খবর থানা পুলিশ অবহিত হলেও একটি মহল প্রথমে মূল ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করে। তারা পুলিশকে শান্ত ও আহত কলেজ ছাত্রীকে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে পারিবারিক কলহ বলে প্রচার করে।

তবে থানা পুলিশ মূল ঘটনা জানতে পেরে রাতেই নির্যাতনকারী যুবক শান্ত ও তার কথিত বান্ধবী সীমা ঢালীকে শেবাচিম হাসপাতাল থেকে আটক করেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।