ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ জব্দ করা ইয়াবা

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের চান্দুলিয়াপাড়া এলাকায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) ব্যাটালিয়নরা।।

রোববার (২৫ নভেম্বর) ভোরে ইয়াবাগুলো জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  গোপন সংবাদের ভিত্তিতে চান্দুলিয়াপাড়ায় অভিযান চালিয়ে ধানক্ষেতের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবাগুলোর বাজারমূল্য ৩০ লাখ টাকা। জব্দ করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।  

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।