ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন মানববন্ধন/ছবি: বাংলানিউজ

বরিশাল: নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচির আয়োজন করে জেলা সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন পর্ষদ।

জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পূষ্প চক্রবর্তী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, বরিশাল সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা (অব.) শাহ-সাজেদা, আনোয়ার জাহিদ, হাসিনা বেগম নিলা প্রমুখ।

মানববন্ধন শেষে বেসরকারি উন্নয়ন সংস্থা দূর্বার নেটওয়ার্কের আয়োজনে সদর রোডে নিরব অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বরিশাল মহিলা পরিষদ, বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বেসরকারি উন্নয়ন সংস্থা আভাষসহ বিভিন্ন নারী সংগঠন একাত্বতা প্রকাশ করে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ন‌ভেম্বর ২৫, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।