ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ফজলু শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে শেরকোল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের আজম শেখের ছেলে।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে শেরকোল ব্রিজের পাশে ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে ফজলু শেখ তার মোটরসাইকেল নিয়ে রাস্তায় ওপরে পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল ফজলু শেখের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ ঘটনায় ওই মোটরসাইকেলে থাকা শিক্ষক আশরাফুল ইসলাম ও পুলিশ কনস্টেবল রুবেল আহত হন। আহতদের সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।