ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চোরচক্রের ২ সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
মোটরসাইকেল চোরচক্রের ২ সদস্য আটক মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) আটকদের মোটরসাইকেল চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন- মুলাদী উপজেলার চিলমারী গ্রামের শাহ আলম ওরফে আব্দুর রবের ছেলে সাইফুল ইসলাম বাদশা (৩৫) ও গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়ীয়া এলাকার মোস্তফা জামান সরদারের ছেলে মো. সজল সরদার (৩৩)।

পুলিশ জানায়, শনিবার (২৪ নভেম্বর) দিনগত রাতে বরিশাল নগরে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। আটক বাদশার বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণ, চুরিসহ ১৫টির মতো মামলা রয়েছে। তার চোরাই মোটরসাইকেল বিক্রিতে সহযোগিতা করতেন সজল।  

কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি বাংলানিউজকে জানান, গত ২৩ অক্টোবর বরিশাল নগরের বেলতলা থেকে বেল্লাল নামে এক ব্যক্তির বাসার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরকে শনাক্ত করে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন মোটরসাইকেলের মালিক বেল্লাল হোসেন। দীর্ঘ এক মাস তদন্ত শেষে শনিবার রাতে নগরের নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের হোতা বাদশাকে আটক করা হয়।

তিনি জানান, আটক বাদশার দেওয়া তথ্য অনুযায়ী ওই রাতেই নগরের জিয়া সড়ক এলাকা থেকে সজলকে চোরাই একটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।  

বাংলা‌দেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ন‌ভেম্বর ২৫, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।