ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে গ্যাস সংযোগ বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ময়মনসিংহে গ্যাস সংযোগ বন্ধ ময়মনসিংহ শহরের মহারাজা রোডে ফেটে যাওয়ায় গ্যাস লাইন মেরামত করছেন কর্মীরা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের মহারাজা রোড এলাকায় ড্রেন খননের সময় ভেকুর আঘাতে গ্যাস লাইন ফেটে যাওয়ায় বন্ধ রয়েছে গ্যাস সংযোগ। 

রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে এ গ্যাস সংযোগ বন্ধ রয়েছে।  

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ারম্যান মোখলেসুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নেন এবং আশেপাশের লোকজনকে সরিয়ে দেন।

তিনি জানান, ভেকুর আঘাতে পর্যাপ্ত গ্যাস বেরিয়ে গেছে। গ্যাস লাইনটি ফেটে যাওয়ায় সন্ধ্যা থেকে গোটা ময়মনসিংহ শহরে গ্যাস সংযোগ বন্ধ করা হয়েছে। তিতাস গ্যাসের লোকজন ক্ষতিগ্রস্ত গ্যাস লাইন মেরামতের কাজ করছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এমএএএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।