ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিবালয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
শিবালয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়াগামী ট্রাকচাপায় লিয়াকত আলী ( ৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিবালয়ের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। লিয়াকত আলী শিবালয় উপজেলার বাইলকান্দি এলাকার বাসিন্দা।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে রিকশায় করে নিজ বাড়ি যাচ্ছিলেন লিয়াকত আলী। মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক রিকশাটিকে চাপা দিয়ে চলে যায়।

পরে গুরুতর আহতাবস্থায় রিকশা চালক ও লিয়াকত আলীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকত আলীকে মৃত ঘোষণা করেন। ওই ট্রাকটি চালকসহ আটকের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
কেএসএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।