ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আমজাদ হোসেনের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
আমজাদ হোসেনের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর প্রধানমন্ত্রী সাথে দেখা করেছেন আমজাদ হোসেনের ছেলে/ফাইল ছবি

ঢাকা: খ্যাতনামা চিত্রপরিচালক পরিচালক আমজাদ হোসেনের চিকিৎসা বাবদ প্রধানমন্ত্রীর কাছ থেকে ৪২ লাখ ৩৫ হাজার টাকার চেক পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমজাদ হোসেনের প্রাথমিক চিকিৎসার জন্য ২০ লাখ টাকার প্রথম চেক এবং এয়ার অ্যাম্বুলেন্সের খরচ বাবদ ২২ লাখ ৩৫ হাজার টাকার দ্বিতীয় চেক পরিবারের কাছে দেওয়া হয়েছে।

আমজাদ হোসেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সোমবার (২৬ নভেম্বর) দুপুর নাগাদ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল কর্তৃপক্ষ জানাবেন তাকে সেখানে ভর্তি করানো হবে কি না।  

রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী আমজাদ হোসেনের দুই ছেলেকে ডেকে চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, নির্মাতা এ অলিক।  

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। তিনি বলেন, আমাদের মায়ের নামে চেক দেওয়া হয়েছে।

ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা চিত্রপরিচালক আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হতে। এরইমধ্যে তার চিকিৎসার কাগজপত্র ওই হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।