ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরের সেই ডিসি প্রত্যাহার, নতুন ডিসি শাহরিয়াজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
নাটোরের সেই ডিসি প্রত্যাহার, নতুন ডিসি শাহরিয়াজ

ঢাকা: নারী কর্মীদের আপত্তিকর ম্যাসেজ প্রদানের অভিযোগ উঠার পর নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলামুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
 

সোমবার (২৬ নভেম্বর) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করে আদেশ জারি করা হয়েছে।
 
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. শাহরিয়াজকে নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ করা হয়েছে।


 
নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্তক্রমে এই দুই কর্মকর্তার আদেশ জারি করা হয়েছে বলে পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
 
নাটোর জেলা প্রশাসক গোলামুর রহমানের বিরুদ্ধে ডাকবাংলোতে নারীকর্মীকে ডাকার অভিযোগ ছিল। এছাড়া তিনি ফেসবুকে আপত্তিকর ম্যাসেজ দিতেন বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে নাটোর জেলা প্রশাসনে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।