ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ২ ভাইয়ের হাত-পায়ের রগ কর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
কালকিনিতে ২ ভাইয়ের হাত-পায়ের রগ কর্তন

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে দুই ভাইয়ের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাসার থানার গোপালপুর ইউনিয়নের বনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ডাসার থানার গোপালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশাররফ সরদারের ছোট দুই ভাই হাকিম আলী সরদার (৫০) ও আশরাফ আলী সরদার (৪৫)।

বর্তমানে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সন্ধ্যায় বনগাঁও গ্রামে বাড়ির পাশের রাস্তায় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা হাকিম আলী ও আশরাফ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বাংলানিউজকে বলেন, জমি-জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে প্রতিপক্ষের হামলায় তারা আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।