ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনের ময়লার ডাস্টবিন থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

হাসপাতালের সামনে ব্যাগ বিক্রেতা নুর আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ডাস্টবিনে সাদা পলিথিনের ভেতর একটি নবজাতককে পড়ে থাকতে দেখে ফুটপাতের হকারেরা।

পরে সবার সহযোগিতায় নবজাতকটিকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বাংলানিউজকে জানায়, মৃত অবস্থায় নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ওই নবজাতকের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।