ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

২ ভাইয়ের রগ কাটার ঘটনায় ২০ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
২ ভাইয়ের রগ কাটার ঘটনায় ২০ জনের নামে মামলা

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে দুই ভাইয়ের রগ কাটার ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে আহতদের ভাই মো. সোহরাব সরদার বাদী হয়ে দেলোয়ার সরদার ও এমারত সরদারকে প্রধান আসামি করে উপজেলার ডাসার থানায় মামলাটি দায়ের করেন।

ডাসার থানা সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি উপজেলার ডাসার থানার গোপালপুর ইউনিয়ের চার নম্বর ওয়ার্ড সদস্য মোশাররফ সরদারের আপন দুই ভাই হাকিমআলী সরদার (৫০) ও আশরাফ আলী সরদারকে (৪৫) কুপিয়ে তাদের হাত ও পায়ের রগ কেটে দেন প্রতিপক্ষের লোকজন।

পরে তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, মঙ্গলবার সকালে আহতদের ভাই ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।