ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে এক নারীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
আড়াইহাজারে এক নারীর রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আমেনা খাতুন (৫৭) নামে স্বামী পরিত্যক্তা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আমেনা খাতুন উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের মৃত আসমাসের মেয়ে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে,  সোমবার (২৬ নভেম্বর) রাতে তার পরনের কাপড় দিয়ে কে বা কারা শ্বাসরোধে তাকে হত্যা করছে। তার কানে স্বণের্র জিনিস ছিল, তা নিয়ে গেছে।

৩০/৩৫ বছর আগে তার বিয়ে বিচ্ছেদ হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।