ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ২২ হাজার ক্ষুদে কবিকে সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
নীলফামারীতে ২২ হাজার ক্ষুদে কবিকে সম্মাননা  ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

নীলফামারী: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে ২২ হাজার ৩৩৪ জন ক্ষুদে কবিকে সম্মাননা দিয়েছে ভিশন-২০২১ নামের একটি সংগঠন। 

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে ভিশন-২০২১ নীলফামারী আয়োজিত ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এসময় তিনি ক্ষুদে কবিদের উদ্দেশে বলেন, বড় হওয়ার সহজ কোনো পথ নেই। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে বড় হতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি শিশুদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান।

ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা।  ছবি: বাংলানিউজএছাড়াও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, আখতার হুসেন, সুজন বড়ুয়া, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সৃজনশীল প্রতিভা অন্বেষণ ও মেধা বিকাশের লক্ষ্যে ভিশন-২০২১ এর আয়োজনে নীলফামারী জেলার ৪২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ হাজার ৩৩৪ জন শিক্ষার্থীর কাছ থেকে কবিতা ও ছড়া সংগ্রহ করা হয়। এসব কবিতা ও ছড়া থেকে প্রাথমিকভাবে পাঁচ হাজার ছড়া ও কবিতা বাছাই করে তার মধ্য থেকে ৪৫৭টি কবিতা ও ছড়া চূড়ান্তভাবে নির্বাচিত করে “আমরা নবীন, আমরা কিশোর” নামের একটি বই প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শেষে প্রকাশিত সেই বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।