ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে ট্রাকচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
গুরুদাসপুরে ট্রাকচাপায় নিহত ১

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলায় ট্রাকচাপায় শামিম হোসেন (৩৫) নামে এক টোল আদায়কারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাচিকাটা বাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শামিম ওই উপজেলার কাচিকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে জানান, শামিম কাচিকাটা বাজারে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করে থাকেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে একইভাবে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে বিভিন্ন যানবাহনের টোল আদায়ের সময় একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দসহ চালক শরীফুল ইসলামকে (৫০) আটক করা হয়। শরিফুল চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খানপাড়া গ্রামের মৃত নবীর হোসেনের ছেলে।  

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।