ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেন্দিগঞ্জে থ্রি-হুইলারের চাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
মেহেন্দিগঞ্জে থ্রি-হুইলারের চাপায় নারী নিহত

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে থ্রি-হুইলারের (মালবাহী টমটম) চাপায় আমিনুর বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রফিক।

আমিনুর বেগম উপজেলার চানপুরা এলাকার বাসিন্দা আব্দুল বাড়ি মাতুব্বরের স্ত্রী।

বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলায় উলানিয়া সড়কের পাটনিঘাটা স্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত রফিক বাংলানিউজকে জানান, মোটরসাইকেলযোগে তার মাকে নিয়ে পাতারহাটের দিকে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি থ্রি-হুইলার (মালবাহী টমটম) তাদের ধাক্কা দেয়। এতে রফিক সিটকে পাশের ডোবায় পড়ে গেলেও তার মা থ্রি-হুইলারের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

বাংলা‌দেশ সময়: ১৮২২ ঘণ্টা, ন‌ভেম্বর ২৮, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।