ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
সিলেটে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

সিলেট: প্রেমের প্রস্তাব দিয়ে ইতিবাচক সাড়া না পাওয়ায় সিলেটে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সজিব মিয়া (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সজিব মিয়া নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকার বাসিন্দা।

বুধবার (২৮ নভেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে সিলেটের পুরাতন রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে সিলেট রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজল আহমদ বাংলানিউজকে বলেন, নিহত সজিব এইচএসসি পড়ুয়া একটি মেয়েকে পছন্দ করতো। দেখা করার জন্য তাকে রেলস্টশনে আসতে বলে সজিব। কিন্তু মেয়েটি তার প্রস্তাবে সাড়া না দিয়ে তাকে সাবলম্বী হওয়ার জন্য বলে। এতে মানুষিকভাবে ভেঙে পরে সজিব। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইলের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সজিব।

নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।