ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডেইলি সান-মার্সেল বিশ্বকাপ কুইজ পুরস্কার পেলেন ২৬ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
ডেইলি সান-মার্সেল বিশ্বকাপ কুইজ পুরস্কার পেলেন ২৬ জন

ঢাকা: ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ইংরেজি দৈনিক ডেইলি সান ও দেশীয় ব্র্যান্ড মার্সেলের আয়োজনে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতে নিয়েছেন ২৬ জন।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) কমপ্লেক্সে ডেইলি সানের সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতার দুই পর্বে ১৩ জন করে ২৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী ও ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির।

এসময় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার, ডেইলি সানের নির্বাহী সম্পাদক শিয়াবুর রহমান শিহাব ও ওয়ালটনের অ্যাডিশন‍াল অপারেটিভ ডিরেক্টর ড. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

দুই পর্বের প্রথম পর্বে প্রথম পুরস্কার মার্সেল রেফ্রিজারেটর (ফ্রিজ) পেয়েছেন কুমিল্লার মনজুরুল হোসেন। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৩২ ও ২৪ ইঞ্চি এলইডি টিভি ওঠে ফেন‍ীর সজিব ও পটুয়াখালীর রাহাতের হাতে। চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে ৫ জন করে মোট ১০ জনকে মার্সেল ব্লেন্ডার ও রাইস কুকার দেওয়া হয়।  
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, পাশে অন্য অতিথিরাদ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ৪৩ ইঞ্চি মার্সেল টিভি জিতে নেন পুরান ঢাকার জিন্দাবাহার এলাকার ওহিদুর রহমান। দ্বিতীয় পুরস্কার মার্সেলের রেফ্রিজারেটর (ফ্রিজ) পান কুমিল্লার মিম এবং তৃতীয় পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টিভি পান ঢাকার ছোলমাইদের বাসিন্দা মো. ইব্রাহীম ইসলাম। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৫ জনকে মার্সেল ব্লেন্ডার এবং পঞ্চম পুরস্কার হিসেবে আরও ৫ জনকে রাইস কুকার দেওয়া হয়।
 
অনুষ্ঠানের সভাপতি ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী বলেন, আজকে এখানে যারা এসেছেন, তারা সবাই চাঁদকপালে (সৌভাগ্যবান) মানুষ। কারণ লটারিতে বিজয়ী মানেই চাঁদকপাল। আপনারা যারা এসেছেন তার‍া আমাদের পরিবারের অংশ। আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। আপনাদের সুবিধা-অসুবিধায় আমাদের পাশে পাবেন।
 
দেশীয় পণ্য ব্যবহারে গুরুত্বারোপ করে তিনি বলেন, আশা করি আগামীতে ফুটবল, ক্রিকেট বিশ্বকাপসহ সব ধরনের আয়োজনে মার্সেলকে পাশে পাবো। পাশাপাশি পাঠককে ভাল কিছু দিতে পারবো।  
 
বাংলানিউজের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার বলেন, বিশ্বকাপ ফুটবলের সময় সারাবিশ্বের মানুষের চোখ ছিলো টেলিভিশনের পর্দায়। বাং‍লাদেশও এর বাইরে ছিলো না। ফুটবল বিশ্বকাপের আসরকে কেন্দ্র করে ডেইলি সান যে কুইজের আয়োজনে করেছে তা প্রশংসনীয়। যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানাই। আশা করি আজকের মতো সুন্দর আনন্দঘন দিন ভবিষ্যতেও আয়োজন করবে মার্সেল। এতে ইডব্লিউএমজিএল’র সব প্রতিষ্ঠান অংশ নেবে।
 
ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির বলেন, এই আয়োজন বিজয়ীদের জন্যই। আজকে যারা বিজয়ী হয়েছেন, তারা ওয়ালটন ও মার্সেলের যে কোনো পণ্য কিনলে সর্বোচ্চ ছাড় পাবেন। আপনারা মার্সেলের পণ্য অর্থাৎ দেশি পণ্য কিনবেন। পাশাপাশি ডেইলি সান পড়বেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমএফআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।