ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জানাজা পড়তে এসে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেলো যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
জানাজা পড়তে এসে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেলো যুবকের

হবিগঞ্জ: হবিগঞ্জে স্বজনের নামাজে জানাজা শেষে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যান চাপায় সাব্বির আহমেদ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে এবং সাতাইহাল বাজারে স্কয়ারের রাধুনী পণ্যের পরিবেশক।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ শহরতলীর গোবিন্দপুরে এক আত্মীয়র জানাযা পড়তে আসেন সাব্বির। জানাযা শেষে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ সাব্বিরের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়
 
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।