ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মার্কিন রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করবেন বৃহস্পতিবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
মার্কিন রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করবেন বৃহস্পতিবার বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

ঢাকা: বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করবেন।

বুধবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।   

রবার্ট আর্ল মিলার গত ১৮ নভেম্বর ঢাকায় আসেন।

তিনি ঢাকায় আসার পর ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন স্থানও পরিদর্শন করেন তিনি। তবে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করার এখনো সুযোগ পাননি। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি তাকে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন।

সূত্র জানায়, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বিদায় নেওয়ার আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল মিলারের নাম ঘোষণা করেন। এরপর গত ১৩ অক্টোবর মার্কিন সিনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদনও পান আর্ল রবার্ট মিলার। সে অনুযায়ী গত ১৮ নভেম্বর তিনি ঢাকায় আসেন।

আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিলার। তিনি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন। আর্ল মিলার বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মার্কিন কনস্যুলেটে কনসাল জেনারেল ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের হয়ে ওয়াশিংটন, সানফ্রান্সিসকো, মিয়ামি ও বোস্টনে কাজ করেছেন। ভারত, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও এল সালভেদরের মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মিলার।

প্রায় চার বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে গত ২ নভেম্বর বিদায় নেন  মার্শা বার্নিকাট।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।