ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৩৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
ফেনীতে ৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৩৪ জন মনোনয়ন পত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। ছবি: বাংলানিউজি

ফেনী: ফেনীর তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ৩৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৮ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়সহ উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

রিটার্নিং অফিস সূত্র জানিয়েছে, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী-১ নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা হয়েছে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে।

মনোনয়নপত্র জমা দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু। এ আসনে অন্যদের মধ্যে জাসদ সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য শিরীন আখতার, বিএনপির আরেক প্রার্থী রফিকুল আলম মজনু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গতবারের আওয়ামী লীগ প্রার্থী খায়রুল বাশার মজুমদার তপন, জেলা আওয়ামী লীগ সদস্য ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার, খেলাফত আন্দোলন আনোয়ার উল্লাহ ভূঞা, জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী এটিএম গোলাম মাওলা চৌধুরী, বিএনএফ শাহরিয়ার ইকবাল, ইসলামী আন্দোলন প্রার্থী কাজী গোলাম কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চৌধুরী, ইসলামী ফ্রন্ট কাজী মাওলানা নুরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ও তারেকুল ইসলাম।

ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ দলীয় প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। এখানে বিএনপি দলীয় প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ মিস্টার, ইসলামী আন্দোলন প্রার্থী নুরুল করিম বেলালী, নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনও মনোনয়নপত্র জমা দেন।

ফেনী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ, বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, গতবারের আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী ইসতিয়াক আহমেদ সৈকত, জেএসডির যুগ্ম-সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবির রিন্টু, বাসদ প্রার্থী হারাধন চক্রবর্তী, বিএনএফের শাহরিয়ার ইকবাল, ইসলামী আন্দোলন প্রার্থী আবদুর রাজ্জাক, হাসান আহম্মদ, গোলাম হোসেন, মো. মাঈন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসএইচডি/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।