ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে স্কুলছাত্রকে হত্যা করে টাকা-গহনা লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
ঝিনাইদহে স্কুলছাত্রকে হত্যা করে টাকা-গহনা লুট

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের হামদহ কালীতলা এলাকায় সামিউল আলম নামে এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা ও গহনা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের ছেলে সামিউল ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সামিউল আলম বিকেলে বাড়িতে একা ছিল। এসময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির বিভিন্ন ঘর থেকে টাকা ও গহনা লুট করে পালিয়ে যায়। সামিউলের মা স্কুল শিক্ষিকা শাহিদা পারভীন ফোনে ছেলেকে না পেয়ে বাড়ি এসে দোতলার মেঝেতে সামিউলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।