ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মাটি চাপা পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
দিনাজপুরে মাটি চাপা পড়ে শ্রমিক নিহত মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি-বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে বসতবাড়িতে রিং স্লাব বাসানোর সময় মাটি চাপা পড়ে মো. সাজ্জাদ আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সাজ্জাদ আলী সদর উপজেলার পারগাঁ আটবাড়ী গ্রামের নাজিম উদ্দীন নাজীর ছেলে।

 

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান, এক শ্রমিকের মাটির নিচে চাপা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।