ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালের ৬ আসনে ৫১ প্রার্থীর মনোনয়ন জমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
বরিশালের ৬ আসনে ৫১ প্রার্থীর মনোনয়ন জমা মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বরিশাল জেলার ৬ আসনে মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

এর মধ্যে বরিশাল-১ আসনে মনোনয়নপত্র জমা আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ, বিএনপির জহির উদ্দিন স্বপন ও আবদুস সোবাহান, জাকের পার্টির বাদশা মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশর মো. রাসেল সরদার।

বরিশাল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মো. শাহে আলম, বিএনপির সৈয়দ শহিদুল হক জামাল ও সরদার সারফুদ্দিন আহম্মেদ সান্টু, জাতীয় পার্টির মাসুদ পারভেজ (সোহেল রানা), স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু, সৈয়দা রুবিনা আক্তার, মো. আনিসুজ্জামান, শাহ আলম মিয়া, এম মোয়াজ্জেম হোসেন, ওয়ার্কার্স পার্টি মো. জহরুল ইসলাম, এনপিপির সাহেব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ নেছার উদ্দিন।

তবে এ আসনে বিএনপির মনোনয়ন চিঠি প্রাপ্ত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তার মনোনয়নপত্র জমা দেননি।

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী বেগম সেলিমা রহমান ও জয়নুল আবেদিন, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নূরুল ইসলাম, বিকল্প ধারা বাংলাদেশর এনায়েত কবির, ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান, স্বতন্ত্র মো. আতিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশর মুহাম্মদ সিরাজুল ইসলাম।

বরিশাল-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ ও জে.এম নুরুর রহমান, আওয়ামী লীগের পংকজ নাথ, বিএনএফ’র এনামুল হক, ইসলামী ঐক্যজোটের সাইফুল্লাহ, খেলাফত মজলিশের রুহুল আমিন ও মাহাবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মো. নূরুল কারিম।

বরিশাল-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার ও এবায়েদুল হক চান, জাতীয় পার্টির একেএম মরতুজা আবেদিন, ইসলাম আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, এনপিপির শামীমা নাসরিন, বিপ্লবী ওয়ার্কাস পার্টি আবদুস সাত্তার।

বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেন জাসদ মনোনীত প্রার্থী মো. মহসিন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার ওসমান হোসেন, মোহাম্মদ আলী তালুকদার (ফারুক), বিএনপির প্রার্থী মো. আবদুর রশীদ খান ও আবুল হোসেন খান, জাতীয় পার্টির নাসরিন জাহান রত্মা, গণফোরামের প্রার্থী হিরন কুমার দাস ও ফোরকান আলম খান, জাতীয় পার্টি (জেপি) ’র খন্দকার মাহাতাব উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের কে এম নূরুল ইসলাম, ইসলাম আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম (আল আমিন)।  

বাংলা‌দেশ সময় : ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমএস/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।