ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (২৯ নবেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গুরেতিয়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে মোরশেদুল শেখ (৩০) ও যশোর জেলার কোতোয়ালি থানার তেতুলিয়া গ্রামের আবদাল মোড়লের ছেলে আরিফ মোড়ল (২৬)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ট্রাক দু’টির চালক। ট্রাক দুটির হেলপার আহত অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বৃহস্পতিবার দুপুরের দিকে বাংলানিউজেক জানান, নিহত ব্যক্তিরা দুর্ঘটনা কবলিত ট্রাক দুটির চালক। নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮/ আপডেট সময়: ১৫০০ ঘণ্টা
জিসিজি/জেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।