ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিবালয়ে প্রাইভেটকারচাপায় অটোরিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
শিবালয়ে প্রাইভেটকারচাপায় অটোরিকশাচালক নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে প্রাইভেটকারচাপায় ওমর আলী (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের মুশুরিয়া এলাকার মধুমতি সিএনজিস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক ওমর আলী শিবালয়ের উথুলী ইউনিয়নের কাতরাসিন এলাকার বাসিন্দা।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অটোচালক ওমর আলী ভোরে মধুমতি সিএনজিস্টেশনে গ্যাস সরবারহের জন্যে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় গেলে দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে পাটুরিয়ামুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশারচালকের মৃত্যু হয়।

এসময় প্রাইভেটকারটি ধুমড়ে-মুচড়ে গেলেও গুরুতর আহতের কোনো ঘটনা ঘটেনি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।