ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের রোগী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের রোগী নিহত একটি অ্যাম্বুলেন্সকে চাপা দিয়েছে লরি (লং ভেহিকেল)। ছবি-বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া লরিচাপায় (লং ভেহিকেল) অ্যাম্বুলেন্সে থাকা আব্দুর রাজ্জাক (৭০) নামে এক অসুস্থ বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা তিনজন। 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার দরি বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক ঢাকায় চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

 

আহতরা হলেন-নিহতের স্বজন লাকী বেগম (৩০), ইফতেকা (৩৫) ও মো. বাতেন (২৪)। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান জানান, সকালে দরি বাউশিয়া এলাকায় ঢাকাগামী একটি লরি উল্টো লেনে চলতে থাকা কুমিল্লাগামী অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ আব্দুর রাজ্জাক নিহত হন। এসময় আহত তার সঙ্গে থাকা তিন স্বজন।  

হাবিবুর রহমান আরো জানান, দুর্ঘটনার কারণে বেলা ১২টা পর্যন্ত মহাসড়কের একাপাশে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ওই সময়ে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত লরি ও অ্যাম্বুলেন্সটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।