ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় টুপি-হেলমেট পরে দুই বিএনপি নেতার উপর হামলা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
কলারোয়ায় টুপি-হেলমেট পরে দুই বিএনপি নেতার উপর হামলা 

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় টুপি ও হেলমেট পরে দুই বিএনপি নেতার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড এলাকার সোনালী ব্যাংক-ইসলামী ব্যাংকের সামনে ও পলাশ সিনেমা হল মোড়ে পৃথক এ হামলার ঘটনা ঘটে।
 
আহতরা হলেন-কলারোয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী ও ছাত্রদলের সহ-সভাপতি শাহিনুর রহমান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন শেলী। তখন অচেনা এক যুবক জরুরি প্রয়োজনের কথা বলে তাকে দোকানের বাইরে আসতে অনুরোধ করেন। তিনি দোকানের বাইরে আসামাত্রই ওই যুবক তাকে কিল-ঘুষি মারতে থাকেন। এর পরপরই ৫-৭টি মোটরসাইকেলে টুপি ও হেলমেট পরে ১০-১২ জন এসে হকিস্টিক দিয়ে বেধড়ক পেটাতে থাকেন শেলীকে। এসময় লোকজন জড়ো হলে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে প্রথমে কলারোয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়া হয়েছে।  

অপরদিকে, পলাশ সিনেমা হল মোড় এলাকায় ছাত্রদলের সহ-সভাপতি শাহিনকেও একইভাবে দুর্বৃত্তরা লাঠি দিয়ে পিটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

আহত আখলাকুর রহমান শেলী সাংবাদিকদের জানান, সুস্থ হলে থানায় অভিযোগ দায়ের করা হবে।  

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।