ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাচারের সময় বেনাপোল সীমান্তে মাদক জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
পাচারের সময় বেনাপোল সীমান্তে মাদক জব্দ প্রতীকী ছবি

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তপথে পাচারের সময় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে পৃথক দু’টি অভিযানে বেনাপোল সীমান্তের শিকড়ি ও অগ্রভুলট মাঠ থেকে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোলের অগ্রভুলট সীমান্তপথে মাদক পাচারের চেষ্টা চলছে।

পরে বিজিবি সদস্যরা সীমান্তে জনবল বাড়ায়। এক পর্যায়ে চোরাচালানিরা ভারত সীমান্তবর্তী এলাকা পার হওয়ার সময় তাদের ধাওয়া করা হয়। এসময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্য থেকে  ৩ হাজার ৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

আরেকটি অভিযানে বেনাপোলের পুটখালী সীমান্তে পাচারকারীদের ধাওয়া করা হয়। এসময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাথা থেকে দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়।  পরে বস্তার ভেতর থেকে ১ হাজার ১৬৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়।  

২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জব্দ করা মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। ।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এজেডএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।