ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে দুর্বৃত্তদের ছোড়া বোমায় সন্ত্রাসী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
বেনাপোলে দুর্বৃত্তদের ছোড়া বোমায় সন্ত্রাসী নিহত নিহত আমিরুলের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): দুর্বৃত্তদের ছোড়া বোমায় বেনাপোলে পৌর আওয়ামী লীগ নেতা ছামাদসহ প্রায় অর্ধডজন হত্যা মামলার আসামি আমিরুল ইসলাম নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকা থেকে আমিরুলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিরুল ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে ও বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

কাগজপুকুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে এলাকাবাসী দৌড়ে গিয়ে আমিরুলের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ এসে আমিরুলের মরদেহ উদ্ধার করে।

আমিরুল বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলেও জানান তিনি।

যশোরের সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিল্লু রহমান মিন্টু ও বেনাপোল পৌর আওয়ামী লীগ নেতা ছামাদসহ প্রায় অর্ধডজন হত্যা মামলার প্রধান আসামি আমিরুল।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালে মাসুদ করিম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত আমিরুল একাধিক হত্যা মামলার আসামি বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।