ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় জুতার গোডাউনে অগ্নিকাণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
খুলনায় জুতার গোডাউনে অগ্নিকাণ্ড জুতার গোডাউনে অাগুন। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার রেলওয়ে মার্কেট সংলগ্ন মশিউর রহমান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ফাতেমা সু হাউজের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, হঠাৎ পুরো মার্কেট কালো ধোঁয়ায় পরিণত হলে দোকানের মালিক-কর্মচারীরা হৈ-হুল্লোড় শুরু করেন এবং তৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। দোকানের গোডাউনটিতে প্লাস্টিকের স্যান্ডেল ছিল। যা আগুনে পুড়ে যায়।

ফাতেমা সু হাউজের মালিক রেজাউল ইসলাম বলেন, আমি যোহরের নামাজ পড়ে এসে দেখি আমার গোডাউনে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনে প্রায় ১৫/১৬ লাখ টাকার মালামাল ছিল বলে দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন আনে।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।