ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিএসএমএমইউ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
বিএসএমএমইউ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডি-ব্লকের পেছন থেকে সায়মন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

খবর পেয়ে শনিবার (০১ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, নিহতের পকেট থেকে আইডি কার্ড দেখে শুধু নামটা জানা গেছে।

ধারণা করা হচ্ছে, হাসপাতালের কোনো ভবনের উপর থেকে পড়ে তিনি আত্মহত্যা করেছেন। বা পড়ে গেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।  

হাসপাতালের পরিচালক ব্রি. জে. আব্দুল্লাহ আল হারুন বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তি আমাদের হাসপাতালের রোগী ছিল কি না, আমরা সব ওয়ার্ডে খোঁজ-খবর নিয়েছি। কিন্তু এমন কোনো তথ্য পাইনি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।