ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
রূপগঞ্জে ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮৩ ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ব্রাহ্মণখালী ও গঙ্গানগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার গঙ্গানগর এলাকার মৃত ছামছুল আলমের ছেলে মোকারক ওরফে মোকা ও সোনারগাঁও উপজেলার পেরাব এলাকার জাহাঙ্গীরের ছেলে মারুফ হোসেন মুন্না।

 

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, দুপুরে ব্রাহ্মণখালী এলাকার ৩০০ ফুট সড়কে তল্লাশি চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ মুন্নাকে আটক করা হয়। এছাড়া গঙ্গানগর এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ মোকাকে আটক করা হয়।  

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।