ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টরেন্টোয়  চালু হচ্ছে নতুন মিশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
টরেন্টোয়  চালু হচ্ছে নতুন মিশন

ঢাকা:   কানাডার টরেন্টোয়  বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল   অফিস চালু হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর  এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। সংশ্লিষ্ট সূত্র বলছে, কানাডার টরেন্টোয়  বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন।

সে কারণে সেখানে একটি কনস্যুলেট অফিস স্থাপনের দাবি করে আসছিলেন প্রবাসীরা।  

তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই কনস্যুলেট অফিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

কানাডার অন্টারিও, স্যাসকাচুয়ান, ব্রিটিশ কলোম্বিয়া, আলবার্টা ও ম্যানিটোবা প্রদেশ এই নতুন কনস্যুলেট অফিসের আওতায় থাকবে।

টরন্টোর কনস্যুলেট অফিসের ঠিকানা- ১৫০৫-২২৩৫ শেপার্ড অ্যাভিনিউ  ইস্ট, অ্যাটরিয়া টু, টরোন্টো, অন্টারিও এমটুজে ফাইভ বি ফাইভ, কানাডা।  
প্রতি সোম থেকে শুক্রবার সকাল ৯ টা থেকে ৫ টা পযর্ন্ত অফিস খোলা থাকবে।  

কানাডার অটোয়ায় বাংলাদেশের হাইকমিশন রয়েছে। অটোয়া থেকে প্রায় সাড়ে ৪ শ’ কিলোমিটার দূরে  টরেন্টোয় এই কন্স্যুলেট অফিস খোলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
টিআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।