ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে জানিপপকে দূরে রাখার দাবি বিএনপির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
নির্বাচন পর্যবেক্ষণে জানিপপকে দূরে রাখার দাবি বিএনপির

ঢাকা: নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপ (জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ) ও এর প্রধান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে নির্বাচন থেকে দূরে রাখার দাবি জানিয়েছে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল শনিবার (০১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে দেখা করে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে।  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, জানিপপ চেয়ারম্যান বর্তমানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য)।

তিনি গত রংপুর সিটি নির্বাচনের সময় এক আওয়ামী লীগ নেতার পক্ষে প্রচারণা চালিয়েছেন। এছাড়া বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিয়ে থাকেন। তিনি আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের ভাগ্নে।

‘একটি বিশেষ রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে তিনি (ড. নাজমুল আহসান কলিমুল্লাহ) তার নিরপেক্ষতা ভঙ্গ করেছেন। ফলে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থেকে তাকে ও তার সংস্থা জানিপপকে দায়িত্ব না দেওয়ার দাবি জানানো হচ্ছে। ’

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
ইইউডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।