ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
পুকুরে বিষ ঢেলে মাছ নিধন মাছ মরে ভেসে উঠেছে। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে পুকুরে বিষ ঢেলে অন্তত ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩০ নভেম্বর) রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা শহরের নোয়াহাটি এলাকার জয়নালের লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে।  

ক্ষতিগ্রস্ত জয়নাল আনোয়ারপুর এলাকার বাসিন্দা।

তিনি বাংলানিউজকে বলেন, ৪ মাস আগে ওই এলাকার সুনীল বণিকের কাছ থেকে দেড় লাখ টাকার বিনিময়ে ২ বছরের জন্য একটি পুকুর ইজারা নিই। এরপর আরো ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে করে পুকরটিতে মাছ চাষ করি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে পুকুর পরিচর্যা শেষে রাতে বাড়ি ফিরে যাই। শনিবার (০১ ডিসেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে শুনতে পাই পুকুরের সব মাছ মরে ভেসে উঠছে। পরে বিষয়টি পুলিশকে জানায়।

হবিগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) মোল্লা লুৎফুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।