ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
না.গঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী হাসান, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসান নামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (০২ ডিসেম্বর) ভোরে শহরের শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে র‍্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।

র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিন বাংলানিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে গেলে শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা হাসান র‍্যাব সদস্যদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি শুরু করেন। পরে র‍্যাবও পাল্টা গুলি শুরু করলে ঘটনাস্থলেই হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তিনি বলেন, এসময় হাসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুই হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার নামে বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।