ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু আক্তার জাহান রুম্পা

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী আক্তার জাহান রুম্পা (২৮) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভোরে বিজয় সরণিতে এ দুর্ঘটনা ঘটে। রুম্পা চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা আক্তারুজ্জামানের মেয়ে ও সিলেটের ওসমানীনগর বাট আই হাসপাতালের চিকিৎসক ছিলেন।

 

নিহত নারীর স্বজন মহসিন ফারুক জানান, রুম্পা সিলেটের ওসমানীনগর এলাকায় থাকতেন। সিলেট থেকে বাংলাদেশ আই হাসপাতালে চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় আসেন রুম্পা। ভোরে অটোরিকশাযোগে রুম্পা শ্যামলী যাওয়ার পথে বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। পরে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রুম্পার মরদেহ শনাক্ত করেছি।  

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বাংলানিউজকে জানান, বিজয় সরণিতে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখানে কোনো যানবাহন দেখতে পাইনি।  

তবে পথচারীদের কাছে শুনেছি সড়ক দুঘটনায় ঘটনাস্থলে এক নারী মারা গেছেন ও অটোরিকশার চালক আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই মিনহাজ।  

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।