ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করায় ৩ জনের অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
কোম্পানীগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করায় ৩ জনের অর্থদণ্ড

নোয়াখালী: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে নোয়াখালীর কোম্পানীঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে তিন জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বামনীয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- রামপুর এলাকার আব্দুর রবের ছেলে নাঈমুল হক, মোশারফ হোসেন ও আবুল কালামের ছেলে আব্দুল্লা আল মামুন।

স্থানীয়রা জানায়, দুপুরে নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ বামনীয়া বাজার এলাকায় বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করতে যাবেন এমন খবরে সকাল থেকে ওই বাজারে দলের নেতাকর্মীরা একত্রিত হতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।  

পরে দুপুরে মওদুদ আহমদ বিএনপি নেতা আলমগীর, কাশেম পেশকার, আলী আকবর চেয়ারম্যান, হাবিব উল্যাহ চৌধুরী, আবুল বাশার মেম্বারের কবর জিয়ারত করে ফেরার সময় তার গাড়ির পেছনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বাজারে আসেন। এসময় তিনজনকে আটক করে পুলিশ।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন মিয়া জানান, দুপুরে বামনীয়া বাজার এলাকায় কয়েকজন ছাত্রদল কর্মী মোটরসাইকেল শোডাউন করে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে। পরে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।