ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ইয়ালিস হত্যায় জড়িত ২ আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
সিলেটে ইয়ালিস হত্যায় জড়িত ২ আসামি গ্রেফতার

সিলেট: সিলেটে আলোচিত ইয়ালিস মিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে গ্রেফতারের পর তাদের সিলেটে আনা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া গ্রামের মৃত হাজী সহিদ উল্লার ছেলে আনহার আলী (৫০) ও একই ইউনিয়নের কাপন (খালপাড়) গ্রামের মৃত আমজদ খানের ছেলে জামাল খান (৩৫)।

মামলা তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, খুনের প্রধান আসামি আনহার আলীকে নারায়ণগঞ্জ থেকে এবং অপর আসামি জামাল খানকে মৌলভীবাজারের ভানুগাছ থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ওসমানীনগরের বড়কাপন গ্রামের ইয়ালিস মিয়াকে উপজেলার কুরুয়া ফিলিংস্টেশনে সামনে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হন কামরুল নামে তার আরেক স্বজন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।