ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

'কক্সবাজারে ৭১ ইউনিয়নের সার্ভার সিস্টেম খুলে দেয়া হবে'

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
'কক্সবাজারে ৭১ ইউনিয়নের সার্ভার সিস্টেম খুলে দেয়া হবে' স্মারকলিপি গ্রহণকালে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ অন্যরা।

কক্সবাজার: দেড় বছর বন্ধ থাকা কক্সবাজারের চার পৌরসভাসহ ৭১টি ইউনিয়নের সার্ভার সিস্টেম অবিলম্বে খুলে দেওয়া হচ্ছে।

সিভিল সোসাইটিজ ফোরাম কক্সবাজার বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে সার্ভার সিস্টেম অবিলম্বে খোলার দাবিতে স্মারকলিপি দেওয়ার পর জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ প্রতিশ্রুতি দেন।

দীর্ঘ দেড় বছর ধরে সার্ভার সিস্টেম বন্ধ থাকার কারণে কক্সবাজার জেলার চার পৌরসভাসহ ৭১টি ইউনিয়নে জন্ম ও মৃত্যুসনদ, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ সেবাদান বন্ধ রয়েছে।

আর এর ফলে বন্ধ হয়ে গেছে নতুন ভোটার হওয়া, বিদ্যালয়ে ভর্তি, বিয়ে-শাদী, জায়গা-জমি ক্রয়-বিক্রয়সহ অনেক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড। এতে চরম দুর্ভোগে পড়েছে নাগরিকরা।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য সিভিল সোসাইটিজ ফোরাম বুধবার কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে বন্ধ সার্ভার সিস্টেম পুনরায় চালু করে জনগণকে চরম দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে কক্সবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এমএ বারী বলেন, জন্ম ও মৃত্যুসনদ এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সেবা পাওয়া মানুষের নাগরিক অধিকার। এ নাগরিক অধিকারগুলো বন্ধ রেখে দীর্ঘদিন ধরে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছিল।

প্রধানমন্ত্রী বরাবরে দেওয়া উক্ত স্মারকলিপি গ্রহণকালে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন দীর্ঘদিন বন্ধ থাকা সার্ভার সিস্টেম অবিলম্বে খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর এমএ বারী, সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য যথাক্রমে- মাহমুদুল হক চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, আ ন ম হেলাল উদ্দিন, মকবুল আহমদ, বোরহান উদ্দিন আকন্দ, অধ্যাপক আনোয়ারুল হক, অ্যাডভোকেট আ জ ম মঈন উদ্দিন, সাইফুল ইসলাম চৌধুরী কলিম, হেলেনাজ তাহেরা, অ্যাডভোকেট আবদুর রহিম, রবীন্দ্র বিজয় বড়ুয়া, সমীর পাল, মিহির ধর, মৃদুল দাশ, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কানন পাল, সদস্য যথাক্রমে- মোর্শেদুর রহমান খোকন, ইব্রাহিম খলিল মামুন, ফয়সল মাহমুদ সাকিব, প্রবীর বড়ুয়া, আবু জাফর ছিদ্দিকী, এবি ছিদ্দিক খোকন, এইচএম নজরুল, হেলাল উদ্দিন সিকদার, দীপন বিশ্বাস, বিপ্লব কান্তি দে, মানষী বড়ুয়া, তাজমিন মুন্নি ও রেশমিন সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।