ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলামোটরে শিশু খুনের অভিযোগে সেই বাবার বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
বাংলামোটরে শিশু খুনের অভিযোগে সেই বাবার বিরুদ্ধে মামলা

ঢাকা: রাজধানীর বাংলামোটরের বাসায় তিন বছরের শিশু সাফায়েতকে হত্যার অভিযোগে তার বাবা নুরুজ্জামান কাজলের (৩৮) বিরুদ্ধে মামলা করেছেন মা মালিহা আক্তার প্রিয়া। 

রাজধানীর শাহবাগ থানায় ৩০২ ধারায় মামলাটি দায়ের করা হয়। গত বুধবার (৫ ডিসেম্বর) সাফায়েতকে কাজলই হত্যা করেছেন বলে মামলার এজাহারে অভিযোগ করেন প্রিয়া।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ডিসেম্বরে নুরুজ্জামান কাজলের সঙ্গে বিয়ে হয় প্রিয়ার। বিয়ের কিছুদিন পরেই স্বামী মাদকাসক্ত বলে জানতে পারেন তিনি। প্রায় ৫ বছরের সাংসারিক জীবনে কয়েক দফায় স্বামীর অত্যাচারে ঘর ছাড়তে হয়েছে তাকে। সবশেষ তিন মাস আগে স্বামীর নির্যাতনে ঘর ছেড়ে কামরাঙ্গীরচরে বাবার বাসায় ওঠেন প্রিয়া।

এ বিষয়ে জানতে প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেন তার বাবা মোহাম্মদ বশির। মেয়ে অসুস্থ এবং ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন জানিয়ে বশির বাংলানিউজকে বলেন, পারিবারিকভাবেই নুরুজ্জামানের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই আমার মেয়েকে বর্বর নির্যাতনের শিকার হতে হয়। কাজল একজন মাদকাসক্ত। তার আচরণ পাগল ধরনের। সে-ই আমার নাতিকে খুন করেছে। আমার মেয়ে সেখানে থাকলে মেয়েও খুন হয়ে যেতো।  

তবে বিষয়টিকে এখনই হত্যাকাণ্ড বলছে না পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী বাংলানিউজকে বলেন, ঘটনায় বাদী হয়ে নিহতের মা হত্যা মামলা দায়ের করেছেন। তবে সাফায়াতের মৃত্যু আসলেই হত্যাকাণ্ড কি-না, তা মরদেহের ময়নাতদন্ত শেষ হলে জানা যাবে।  

অভিযুক্ত নুরুজ্জামান আসলে মাদকাসক্ত কি-না, এমন প্রশ্নের জবাবে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন বাংলানিউজকে বলেন, বিষয়টি এখনই আমরা নিশ্চিত করে বলতে পারছি না, তদন্ত চলছে। অভিযুক্তকে ১০ দিনের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মেডিকেল পরীক্ষার মাধ্যমে জানা যাবে সে মাদকাসক্ত কি-না। তা-ই তদন্ত শেষে এ বিষয়ে মন্তব্য করা যাবে।

এদিকে শাহবাগ থানার বেশ কয়েকজন পুলিশ সদস্য বাংলানিউজকে জানিয়েছেন রাতে থানা হেফাজতে ‘অপ্রকৃতিস্থ’র মতো আচরণ করেছেন নুরুজ্জামান কাজল।

বুধবার ১৬ নং বাংলামোটরে নিজ বাসায় দুই সন্তানকে জিম্মি করে রাখেন নুরুজ্জামান কাজল। পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের শ্বাসরুদ্ধকর ৫ ঘণ্টার উদ্ধার অভিযানের পর বের করে আনা হয় নুরুজ্জামানকে। এসময় ২ বছর ৬ মাস বয়সী ছোট ছেলে সাফায়েতের মরদেহ উদ্ধার করা হয়। আর তিন বছর ৬ মাস বয়সী বড় ছেলে সুরায়েতকে মায়ের জিম্মায় দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।