ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে নিজ ঘরে গৃহবধূ খুন, স্বামীসহ আটক ২ 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
মধুপুরে নিজ ঘরে গৃহবধূ খুন, স্বামীসহ আটক ২  মধুপুর

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরের বোয়ালী গ্রামের নিজ ঘরে নার্গিস (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় সন্দেহজনকভাবে নিহতে স্বামী হারুন মিয়া ও তার সহযোগী সোহেলকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ ডিসেম্বর) রাতে মধুপুর পৗর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বোয়ালী (মধ্যপাড়া) গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

নিহত নার্গিস দুই সন্তানের জননী।

আটক হারুন উপজেলার ধামাবাশুরী গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে এবং পৌর শহরের আলাউদ্দিন সুপার মার্কেটের সেবা টেলিকমের মালিক।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দাম্পত্য কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।