ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হানাদার মুক্তদিবসে ঝিনাইদহে আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
হানাদার মুক্তদিবসে ঝিনাইদহে আলোচনা সভা হানাদার মুক্তদিবস পালন। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে হানাদার মুক্তদিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।  

এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সেখান থেকে ট্রাকে করে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত স্থান প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।