ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাসচাপায় কৃষি কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
ফেনীতে বাসচাপায় কৃষি কর্মকর্তা নিহত

ফেনী: ফেনীতে যাত্রীবাহী একটি বাসের চাপায় আবদুল করিম (৩৫) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করিম জেলার পরশুরাম উপজেলার গনিয়ামোড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

তার সহকর্মী আরেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহির উদ্দিন বাংলানিউজকে জানান, শহরতলীর মধুপুর থেকে মোটরসাইকেলযোগে ফেনী শহরে আসছিলেন। পথে রামপুর রাস্তার মাথা এলাকায় রানী ফিশারিজের সামনে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটিকে ঢাকামুখী শ্যামলী পরিবহনে একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুল করিম মারা যান।

মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আউয়াল বাংলানিউজকে বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল করিম কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়— ঘাতক বাসটি ছিল ঢাকামুখী শ্যামলী পরিবহনের বাস। চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় চেষ্টা করেও গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।