ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
হোসেনপুরে যুবককে পিটিয়ে হত্যা নিহত সাদেক মিয়া। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে সাদেক মিয়া (২৪) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মধ্য পুমদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদেক মিয়া (২৪) উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে।

 

স্থানীয়রা জানান, উপজেলার মধ্য পুমদী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার পাশের একটি রাস্তায় রক্তাক্ত অবস্থায় সাদেককে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহত সাদেকের মা হাজেরা খাতুন বাংলানিউজকে জানান, বিকেলে একটি মোটরসাইকেল করে এক ব্যক্তি বাড়িতে এসে তার ছেলে সাদেককে নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে খবর পাই তাকে হত্যা করা হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।